বিকেলের শেষে কুয়াশা মাখা সন্ধ্যা
ধূসর নীরব  আবছা আলোয়
একটু পরে উদাসীন জোছনা;স্বপ্নের ভেতর
আকাশের গায়ে জল ঢেউ খেলে


টুপটাপ শব্দ মৃদু আলো ঘিরে
সমান বৃত্তাকারে স্মিতহাস্য আলিঙ্গন
যেন অন্ধকার আরও অন্ধকারে
অপেক্ষায় আগামী


হঠাৎ কুয়াশা চিরে আলোর উচ্ছ্বাস
রাত্রির সন্ধান অনন্য অক্ষরেখা
এক, দুই... চার, পাঁচ তারাদের আলাপন


মন্থর রাত্রি শেষে
সমস্ত জোছনার অনুভবে  
উজ্জ্বল তখনও সেই তারার হাসি
জেগে ওঠে আগামীর কাছে।