স্টেশনে বসি। এক,দুই,তিন... করে চলে যায় ট্রেন
সন্ধ্যা হয়। অগাধ প্রতিশ্রুতি ও কোলাহল থেকে যায় সরে
এভাবেই সংখ্যা শেষ হলে আবারও সংখ্যা শুরু হয়
তখনও  কত কানামাছি ভোঁ খেলছে সারারাত ধরে।


শিক্ষাবেলা চলে যায়। চাকরির লাইনে দাঁড়িয়ে
বয়সের সীমা সবে পার করেছি। বেকার হয়ে স্টেশনে
অনেক  আমাকে দেখে বিদ্রুপ, তামাশায়  আঙুল দেখি ভীড়ে
পুলিশের হাতে  আতঙ্ক মার খেতে খেতেও  শূন্য থেকে গুনে।


ভালোবাসায় মেঘ করেছে হঠাৎ রাত্রিবেলা
সারা আকাশ ঝিমিয়ে তখন বৃষ্টি শব্দ ঝড়ে
আমি তখন ঠায় বসে। সাবধানেতেও সায় নেই
আহা,ভিজুক না একদিন। দেখছি এমন মেঘজুড়ে।