১.
আশ্চর্য  চাঁদ


দেখ চেয়ে সারা আকাশে ঝরে যাচ্ছে চাঁদ
কতবার ঐ পথে নিভে যায়
ঘোর অন্ধকারে মানুষেরা শাদা কাপড়ের শব নিয়ে হাঁটে
ক্লান্ত চাঁদের ছায়ায় পেঁচারা ডাকছে বসে
সমস্ত নক্ষত্র রাতে কোজাগরী চাঁদ
ঝিকমিক করে সারাবাড়ি জুড়ে
কান্না ভেজা লক্ষীর আসন
আশ্চর্য চাঁদের আলোয়...      


তবুও এই পৃথিবীর হৃদয়ে জেগে আছে
মানুষের বিষণ্ণতার গভীর ছবি।


২.
কোজাগরী চাঁদ


হেঁটে চলে সমস্ত দিনের শেষে
ক্লান্ত শরীর, অশান্ত মন;সদ্য আঠারোর মেয়েটি
দু'কানজুড়ে  তার রাঙানো দুল
সাধাসিধে  পরিচিতা মেয়েটির বিয়ে হয়
গ্রাম ছেড়ে চলে যায় সেই যে দূরে
যেখানে বিধাতার গড়া ছোট্ট কুটির
প্রতিদিন চাঁদ -সূর্য উঁকি মারে আড়ালে


এক নির্জন ভালোবাসা মেয়েটির সাথে
সন্ধ্যারাতে কোজাগরী চাঁদ
কতভাবে বেঁচে থাকা এই ভালো লাগা


যেখানেও  প্রতিদিন  শ্মশানে কোজাগরী চাঁদ
লক্ষীর আলপনা এঁকে যায়...