আরও বেশি নদীর দিকে ঝুঁকে পড়ছে মানুষের চৌকাঠ ও আঁশটে ঘ্রাণ
যে মুহূর্তে উন্মোচন হচ্ছে বেঁকে যাওয়া শরীর, আত্মদহন কাল
আমরা নরম পলিমাটিতে রেখে দিচ্ছি বীজে অঙ্কুরে শ্রাবণের মেঘ


গাছেদের মনখারাপ আমরা বুঝে নিতে পারিনি বলেই
আমাদের মনখারাপে কখনো গাছের ছায়া এসে পড়েনা।
প্রতিটি মানুষ আসলে গাছের মতো। যার ভেতরে একটি নদী। বয়ে যাচ্ছে শ্মশানের কাঠ


শরীর বেয়ে নেমে আসে ধারা। ধারাপাতের শূন্য নিয়ে অসমাপ্ত বন্দর
বর্ষণমুখর রাতে, পায়ের দিক থেকে স্থাবর অস্থাবর গিলে নিচ্ছে আস্ত অজগর