সারা বিকেল খুঁটে নিচ্ছি
প্রতিটি স্টলের থেকে অক্ষরালাপ
সাদাসিদে জীবনের  কত কথা
পায়ে পায়ে ধুলো হয়ে ওড়ে যায় কয়েকটি প্রান্তে
জানা -অজানার কত মানচিত্র অক্ষর গাছে ঝুলে
আড়াআড়ি, মুখোমুখি হয়ে
অনন্ত প্রবাহ স্রোতে
অক্ষরালাপ করি।