তোমাকে বটবৃক্ষ বলে জেনে
আমার স্থাবর - অস্থাবর যত অক্ষর  
তা সবই  তোমার শরীরে অর্পণ করি
অর্পিত অক্ষরগুলো তোমাকে আশ্রয় করে
নদী কিংবা সমুদ্র হতে চায়
তুমি তোমার সমস্ত  সঞ্চয়  থেকে
ধীরে ধীরে  আমার দেওয়া অক্ষরগুলো  টেনে
প্রতি স্থাপন করো  নিজের শরীরে
তারপর শেকড় শুদ্ধ  আমাকে তুলে নিয়ে যাও
তোমার আশ্রিত শরীরে।