অক্ষরের পথ আরও ঘন হয়ে আসে,আরও যেন
নতুন নতুন শব্দ ঝলকে উচ্ছলে অভিভূত অক্ষর স্নান
কবিতায়  পাড়ি দেয় অভিধান
আমার অন্তর ঢেকে দেয় শব্দের গহন আবহে
চোখের নিরিখে কাটাকুটি  খেলি
শব্দ সমুদ্রে অক্ষর বিতানের পথে ডুবে যাই
সূর্য করোজ্জ্বল ইচ্ছেদের হাত ধরে
রোজ রোজ রোদ্দুরে দিনের পলকে...
অক্ষরের পাটে গিয়ে

আমি ডুব দিই অক্ষর স্নানে।