আমার দুঃখময় জীবন, অসমাপ্ত শিক্ষা, মায়ের বিশ্বাস,
দারিদ্র্য  আর ভাঙা বাড়ির ধূসর অ্যালব্যাম
বাইরে অনটন, ভেতরে  পুড়ে যাওয়া মন
অভাব রোদ থালা হয়ে কুয়াশা মাখা বারান্দায়
দুঃখের ঘ্রাণ নিচ্ছি চোখ স্বপ্ন নিয়ে।


একটা দুঃখী পাখি উড়ে চলছে ভাবনাহীন পথে
দুটি ডানার মাঝে আকাশ  আর সংকেত ভাষা
শিস দিতে দিতে মিশে যায় নীল দিগন্তে —
সেখানে মায়ের অ্যালব্যাম আমার স্মৃতির পাতায়


আমি খুঁজে চলি  সীমাহীন পথে ক্রমশ
বেদনা বেড়ে যায়
স্মৃতি ঘেরা চঞ্চল ডানায়  ভরে যায় মন বিষাদ
আলতো  সুখের আশায় ছুটে যাই  জ্যোৎস্না ছায়ায়
পুলকিত মনে তোমার স্মৃতিতে খুঁজে পাই
সাজানো রঙিন অ্যালব্যাম।