একটা ভাবনা এসে  লিখে দিচ্ছে জীবন
বয়ে যাওয়া নদীর ভাষা যেমন  লিখে
স্বচ্ছ জলের আয়নায় অলিখিত দাগ দেখে
পরপর ঢেউগুলো  আছড়ে পড়ছে বালু তটে
এই ভাবনার নেই কোনো শেষ।


  অস্বচ্ছ মনে কল্পনা ভারি হয়ে ওঠে
দারিদ্র কাঁধে মায়ের বুক নিঃস্ব
অভিশপ্ত সন্তানের ভবিষ্যৎ কথা; কালোরাত
আৎকে উঠে  ক্যালেন্ডারের তারিখগুলো


ভাবনার কাছে নতজানু হয় অলিখিত দাগ।