আমাদের ছোটো গ্রাম
    ছোটো-ছোটো ঘর
গৃহবন্দী তাতে সবাই
    একে অপরের পর।


গা ঘেঁষে ছুটে চলে
    করোনা আতঙ্ক
গ্রাম ঘিরে বাঁচার লড়াই
    লকডাউন অঙ্ক।


সোনার ফসল ফল
    মাটির উপর
সার নেই, বিষ নেই
  পোকায় কাটে পর পর।


কাজ নেই, ভাত নেই
    গৃহবন্দী আজ
কি করে বাঁচবে মানুষ
   কপালে ভাঁজ।


চোখের জলে শুয়ে
   রাতের কাঁথায়
সকাল হলে কি খাবে
   ভাবায় মাথায়।


দিন আনে, দিন খায়
    কতশত মানুষ
গৃহবন্দী হয়ে আজ
     স্বপ্নেতে বেহুঁশ ।


দিন-রাত ছেলে-মেয়ে
   ক্ষুধায় কাতর
কিছুতেই চলছে না
    শরীরের গতর।


ভয়ে ভয়ে মরে শুধু
    ঘরে থেকে থেকে
গ্রাম আজ শুনশান
     কষ্ট শুধু বুকে।


রেশনে চাল, গম
  বিনামূল্যে দেয়
কিছু গ্রাহক কিনে তা
    উচিৎ মূল্যে নেয়।


সরকারি ঘোষণায়
   রাজনীতি হয়
সাধারণ মানুষ আজ
   দুর্ভোগ সয় ।


বন্ধ দুয়ার, বন্ধ জানালা
        পেট মানে না
কি ভাবে সংসার বাঁচবে
       এটাই  ভাবনা।


আমাদের ছোট্ট গ্রামে
    গরীবের বাস
গৃহবন্দী থেকে কি
   কাটবে বারোমাস?