আমি তোমার থেকে
কয়েক ক্রোশ দূরত্বে থাকি
আমার অলক্ষ্যে তুমি কেমন থাকো
একা একা তা কিছুতেই বুঝতে পারি না
তোমার খোঁজ পেতে  তোমার বারান্দায় দাঁড়াই
তখন রোদ নত হয়ে বেলা পড়ে সন্ধ্যা নামে
শুধু তাকিয়ে থাকি তোমার অপেক্ষায়
এমনই করে রাত যায় আবার সকাল আসে
কপাল বেয়ে নেমে আসে দীর্ঘ ছায়াপথ
আর অতীতের বিশ্বাস চেয়ে দেখে
আমার অলক্ষ্যে উঠে যাচ্ছ
তোমার বারান্দা পেরিয়ে ছাদে
যেখানে  আমাকে নিয়ে
তোমার কাছে বিদ্রুপের হাসি হাসছে
তোমার পরিচিত এক স্বার্থপর মানুষ

তবুও তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন