আমার এই রক্ত লেখা
আধমরাদের প্রাণ সঞ্চারী,
শব্দরা সব কাস্তে কুঠার
ছন্দ বিহীন কথা তারি।


মধ্য রাতে পেটের ক্ষুধায়
শিশু যখন কেঁদে উঠে,
এই পৃথিবী মূল্য হারায়
খাবার যদি নাইবা জুটে।


প্রাণের বিনাশ হয়েছে অনেক
অধিকারের কথা বলে,
যুগের পরে যুগ চলেছে
পুঁজিপতিদের যাঁতাকলে।


অনেক স্লোগান মিছিল মিটিং
বেশ হয়েছে আকাশ ভারী,
পথেঘাটে মানুষ মরে
মুচকি হাসে অত্যাচারি।


বলছি আমি আর নয় মোটে
কুঠার হাতে কঠোর হয়ে,
কঠিন আঘাত মাথায় করো
খেলছে যারা বিশ্ব লয়ে।