তোমার কাছে কে থাকলো সে আমার জানবার কথা নয়,
আমাকে যে দু:খ দাও সেটুকুই জানি
আমার দু:খে বাতাস স্তব্ধ হতো,সমুদ্রে জলোচ্ছ্বাস হতো, ঘন মেঘ করে বৃষ্টি হতো সেইটুকু জানি।


তোমার কাছে কে থাকলো সে আমার জানবার কথা নয়
সারারাত ঘুমাতে পারি নি সেটুকুই জানি
চোখ থেকে ঠিকরে আসে চোখের মাংস  পিণ্ড,মুখের উজ্জ্বলতা নিভে  যায়, কষ্টের সূত্র গুলো ধীরে ধীরে সন্ত্রাস হয়ে ওঠে
তবুও তোমার কাছে কে ছিল,কেমন ছিল,কি ভাবে ছিল, সে আমার জানবার কথা নয়।


তুমি যতবার আমাকে সন্তানের পরিচয় দিয়ে
ছুঁড়ে ফেলে দিতে চেয়েছ, কখনো কখনো কারোর প্রলোভনে কণ্ঠ রুদ্ধ করে দিতে চেয়েছো
আমি ততবার  তোমাকে  বাবার আসনে  রেখেছি
বারবার  ফোন করেছি, আমি সেটুকু জানি।


তোমার কাছে কে থাকলো সে আমার জানবার কথা নয়
আমি তোমাকে নিয়ে ভীত— যখনই  তোমাকে  কেউ মিথ্যে দোষারোপ করে
তখনই আমি শুধু প্রতিবাদ করেছি
তুমি তাতেও  কৃত্রিম ভালবাসায় মুগ্ধ হয়ে
আমাকে মৃত্যুর পথে ঠেলে দিতে চেয়েছো
আমি আজও  স্নেহ ও ভালোবাসার লোভে
বিশ্বাস ও ভরসা রেখে চিৎকার করে উঠি:
'আমাকে বাঁচতে দাও, আমি তোমার কাছে আসছি'।