তোমরা বুদ্ধিমান, সেলিব্রিটি, চালাক ও চতুর
তোমাদের অভিভাবক আছে,আশ্রয় আছে
তোমরা  ভালোবাসার অভিনয় করে
কত সহজে  আবেগে কাছে টেনে নাও
আর কারণে অকারণে  রোদ বৃষ্টি জলে
ঠেলে ফেলে দাও চলন্ত ট্রেনের  নীচে।


আমার কিছুই নেই সূর্য নেই,চাঁদ নেই
আমার অভিভাবক নেই,আশ্রয় নেই
ঝড় এলে দিন রাত কাটে ভয়ে
আমি চালাক ও চতুর নয়,  নয় সেলিব্রিটি
সহজ সরল মনে আমি ভালোবাসতে জানি


আমার কিছুই নেই তবুও  শুধু আমি
তোমাদের নকল ভালবাসার অভিনয়ে
মুগ্ধ হয়ে ভিখারির মতো ছুটে যাই
তোমরা চালাক চতুর , সেলিব্রিটি তাই
তোমাদের মতো আমার কু-বুদ্ধি নেই


আমার কিছুই নেই শুধু ভালবাসা আছে
তোমার মায়ায় পড়ে আমি মৃত্যুর পথ বেছেছি।