কবিতা কি জানে তাঁর জীভ আর দাঁতের সংখ্যা
ওর কি ইচ্ছে হয়না  সাজানো ছন্দ ও অলঙ্কারে
যেখানে কবিতার  গাছে  গাছে  নতুন শব্দের সমারোহ
সেই রূপক বিষয়ে; কবিতা সুখী  হয়


জ্যোৎস্না রাত,প্রেম; চমৎকার শৈলীযাপন
অথচ কবিতার দুঃখ; শব্দ, বানান,অর্থ
আসলে প্রকাশ্যে কবিতার মতো ;কিন্তু কবিতা নয়
তাই কবিতা হয়ে ওঠার কথা বলে!


এতো সব বুঝি না বলে
কবিতা আমার লজ্জা হয়!