রোজ সকালে উঠলে  যিনি  
আমাকে সকালের সূর্য ওঠা থেকে বিকেলের সূর্য অস্ত দেখিয়ে বলতেন,
এই আমাদের জীবন, তবুও সামনে সমুদ্র -তা পেরিয়ে যেতে হবে


সেই আমার শিক্ষক - যিনি পূর্ণিমার চাঁদ দেখিয়ে বলতেন, জীবনেও অমাবস্যা আসতে পারে!


সত্যিই তাই  সাফল্যের আগে
আমার জীবনে অমাবস্যার অন্ধকার নামে
সে দিন ঘোর অন্ধকার অনুভব করেছিলাম
জীবন কেড়ে নেওয়া অমাবস্যা কে  


সেই আমার শিক্ষক -যিনি আমার সাফল্যের দিনে জড়িয়ে কেঁদেছিলেন


আসলে আমার শৈশব,  কৈশোর ও যৌবনে
অভাব হেঁটে ছিলো যাঁর হাত ধরে
সেই আমার শিক্ষক-  যিনি আমার মা।