আমি এখন একটা ধেণুর পুচ্ছের গুচ্ছ ধরে
দীর্ঘ গঙ্গা পেরিয়ে যাচ্ছি
সাঁতার জানি না বলে  এতকাল  যারা অপবাদ দিয়েছে
তাদের নঞর্থক সংকেত ফেলে
আমি এক বিশাল ভূমির দিকে এগিয়ে যাচ্ছি
ওরা জানে সাঁতার একটা খেলা
আর আমি
একটি ধেণুর পুচ্ছের গুচ্ছ ধরে
দীর্ঘ গঙ্গা পেরিয়ে যাচ্ছি
সেই গঙ্গার ঢেউয়ে কারা যেন লুফে নিচ্ছে
আমার শরীর
জলের নীচে গ্রাম,গ্রামের শেষে সবুজ প্রান্তর
সেখানে  অসংখ্য জলাশ্ব
একা একা নিরাপদে হেঁটে যায়
আমি তার ক্ষুরের শব্দে
প্রেমের শব্দে
আবারও জেগে উঠি
মনে হয়   পাশাপাশি লোকালয়ে
ঘোর অন্ধকারে বাতাসের রোমন্থন শুনি
কারা যেন গুনগুন  সুরে
নোলক বদল করে
সেই পথের শেষে —
আমার যাত্রা শুরু হয়...