শুনুন
এদিকে তাকান
আমি বলছি
শুনুন  আমি
কদর্য নই
বিলাসিতা  নই
কবিও নই
গায়কও নই
বুদ্ধিজীবী  নই
বুলবুলিও নই


আমি শুধু মানুষ


কতগুলো  মন আর মানবতার   খোঁজে
গ্রাম আর শহরের  বুকে ঘুরে বেড়াই আর একটা মানুষকে


আপনার  মতো, হ্যাঁ  আপনারই মতো
বেঁচে  থাকার  নতুন  বৃত্তের  পাশে।


সংজ্ঞাটা সরিয়ে নিন, হিংসাটা   বদলে নিন, মনটা সহজ  করুন
দেখবেন আমি আর আপনি কত ভালোবাসার মানুষ  পাবো।
সত্যিই তাঁকে  পেয়ে পৃথিবীর  সমস্ত অহংকার, লোভ ত্যাগ করতে পারি।


দেখুন আপনার  কোনো  কিছুতেই  থাকবো না আমি
নয় বিপ্লব
নয় সংগ্রাম
নয় ন্যায়বিচার


প্রতিটি  প্রান্তে
প্রতিটি  রাস্তায়
প্রতিটি  মোড়ে  মোড়ে


হাঁটবো  না
সভা, সংসদে যাবো না
মিছিলেও যাবো না


একবারও বলবো  না সাথে আছি
বলবো  না এগিয়ে যান
পেছনে  আছি।


আপনার  ইতিহাস  কিংবা   গল্প কিংবা কবিতা  আমি লিখবো  না  
আমার লেখারও ইচ্ছে  নেই


আমার হৃদয়  
আপনার  হৃদয় একও নয়
আসলে আমি আমিই
আর আপনি  আপনিই।


আপনি  শহর
আমি গ্রাম
আপনি  কাশ্মীর
আমি পশ্চিম বঙ্গ
আপনি  চন্দ্রযান
আমি সামান্য চাঁদ।


একদিন মানুষ  হারিয়ে যাবে
অগনিত রাজনৈতিক  দলে
সততা
ন্যায়
ব্যবহার
সবই তলিয়ে


ঝড় উঠবে
তুমুল  বৃষ্টি হবে
চারদিকে  অন্ধকার


তখন  ইচ্ছের কথা বলুন
যে ভাবে মানুষকে ডাকে
ভালোবেসে
মমতা মিশিয়ে
হৃদয় থেকে
কাছে,  আরও কাছে যেভাবে একটা  মানুষ  আর একটা  মানুষকে কাছে পেতে চায়
ঠিক সেই ভাবেই
আমি আর আপনি  কাছে অনেক কাছে আসবো।


অহংকার  খুলে
পাপ ভুলে
অলংকার  খুলে
অতীত  ভুলে
ইতিহাস  ছেড়ে
কোমরের ঘুমসি খুলে
নিজেকে ভুলে
মানবমনের গভীর  শিকড়ে
শুধু  
আপনি  আর আমি
নতুন ভাবে
তৈরি  করি
মানুষ  বলয়।