তোমাকে দেওয়া  কথাগুলো
শব্দের  স্তুপ বানাতে চাই
আমি চাই নতুন অভিধান


প্রতিটি প্রান্তে জেগে উঠুক
শব্দ শরীর
অভিনব ভাবে জারাবো  সাহিত্য রসে।


আমি চাই শব্দ কুড়োবার কাজ
দিন রাতে মুক-বধির
সমস্ত প্রতিকূলতা ডিঙিয়ে
জীবন অবধি শব্দ - বিছানায়  
মিলিয়ে যাই।


প্রত্যেকটি ছায়া ঘিরে অসম্ভব  ভাবনা
কলমটা  থামেনা মোটেই
এগিয়ে  যাওয়ার  উৎসাহে মাতি
আমি চাই আরও  নতুন নতুন  শব্দ
কাজ করে যাই খল দৃষ্টি  এড়িয়ে।


সেদিন  চাইবো ছুটি
যেখানে  থাকবে  
আমি ও আমার অভিধান ।