মহাদূর্যোগে  
সারাদিন শুয়ে থাকি ডাস্টবিনের কাছে
পেটের ছানাটি ছেঁড়া শাড়ির আঁচলে গিঁট বাঁধা
অনাহারে শুয়ে শুয়ে শীর্ণকায় চেহারাটা তার
সকাল বিকাল মুখখোলা পশুদের সাথে
ডাস্টবিনে দেখা হয়


আমিও ভাত চাটি ওদের সাথে
আমি যে সামান্য মানুষ
তা ভুলে যাই  মহাদুর্দিনে


ওরা আসে মানুষের মতো চেহারায়
কতজনের  ভাত মেরে
কতজন গড়ে  রাজপ্রাসাদ


সারা দুনিয়া অচল
ফুটপাতের ধারে ডাস্টবিন বানায়  
কত ভব্যতা   সখের


রোজ সকালে আমি ও ডাস্টবিন মুখোমুখি
ভাত চাটি ওদের সাথে।