একটা পরিচয়ের অপেক্ষায়
আজীবনকাল বসে থাকি ভিখিরি বেসে
শুধু একখানা হাত  মাথায় দিলে  মন নরম হয়ে ওঠে
তবুও অপেক্ষায়...
দুপুর ভাঙে, সন্ধ্যা নামে
ক্রমশ প্রস্তরীভূত হয় দেহ,মন,ভাবনা
অথচ রাতভোর বসে থাকি ভিখিরি বেসে
শুধু একটি হাত
কপালে দিলেই নেমে আসে স্নেহমাখা পরিচয়
ঘুমহীন চোখে বিছানা জুড়ে তোমার প্রতিক্ষায়
শব্দের বিউগল বেজে চলে
প্রতিক্ষায় শুধু
আমি ও রাত।