তোমরা আমাকে যাই বলো না কেন...
আমি যে নারী
বুকভরা আকাশের দুরন্তপনা আমাকে শিখিয়েছে প্রেম
অস্তিত্বের মাঠ জুড়ে অনাদিকালের উদাসীনতা
নমনীয় নদীজলে বিষণ্ণ ঢেউয়ের পদাবলী দুলে দুলে ওঠে
ধর্ষণ, লাঞ্ছনা, কোলাহলে নেই
নিষিক্ত ক্রন্দন
আমাকে দেখে এখনো অনেকে হাসে
মুখগুলো বিকৃতি করে প্রিয়জন চলে যায় দূরে


তোমরা আমাকে যাই বলো না কেন...
আমি যে নারী


অনিয়ন্ত্রিত সমাজে মুক্তিহীন  আমার প্রাণ আর ঘ্রাণ
অবিশ্রান্ত রোদের ঝিলিক  এসে বিক্রি করে শরীর
অনন্ত মেঘের কাছে আমি এক গর্ভবতী
আমাকে একাকী পেয়ে  কেউ শুষে নেয় নীরব স্বাদ
আমি যে নারী।