অপ্রকাশিত অন্ধকার স্পষ্ট এক আর্তনাদ
পূবালী কুয়াশার ভেতর স্পষ্ট হচ্ছে আলো
এক একটা ভাবনা জন্ম নিচ্ছে    
মহাসমুদ্রের পথে
বুকের ভেতর একাকিত্ব
ক্রমশ ভেঙে যাচ্ছে নতুন পরিচয়ে
সমূহ সান্ত্বনা বুলিয়ে দিচ্ছে
প্রসারিত স্নেহময় হাত
তবুও নির্জনতায় অস্থির
অভিন্ন হৃদয়ের  ব্যবধান
দুটো মন কখন আহত স্বরে


ছুঁয়ে যাওয়া বৃত্তের ভেতরে হেঁটে যায়—
অন্ধকার থেকে আলোতে।