এক-একদিন মধ্যরাতে জেগে উঠে আকাশের ছায়াপথ ধরে হাঁটি
চারপাশে ছড়ানো ছিটানো অগণন নক্ষত্রমালা
চিকচিক করে ওঠে ছায়াপথের শরীর
তারার আলোয় আলোকিত হয়ে
পার হতে থাকি রাত্রির আঁধার
কিছু নক্ষত্রচূর্ণও ছিল পড়ে লক্ষ করিনি মোটে
পায়ের পাতায় লেগে কেটে ছড়ে গেলে
কে যেন অদৃশ্যে থেকে বলে ওঠে,
'পথ হারিয়েছ তুমি, হে পথিকবর
এখনই ফেরাও চোখ, ফিরে এসো, ফেরো--'
একলব্য আমি, থামিনি তো, হাসি হাসি মুখে বলেছি প্রগাঢ় স্বরে,
'পথ হারালেই পাব অন্য এক পথ- যা চেয়েছি সমস্ত জীবন।'