বিষণ্নতা ঝুলে পড়েছে পশ্চিমাকাশে
নিরন্তর সাধনা করে যায়  ভেসে যাওয়া মেঘ
এখুনি অস্ত যাবে ক্লান্ত সূর্যটি
বুকে ব্যথা নিয়ে ঐ পাড়ার ছেলেটা  ছুটে যায় মিলনের স্বাদে
অপরিপক্ক মনে —
ভক্তি ভরে সমুদ্রের জলে উপসনা করে
হঠাৎ  অস্ত যাওয়া সূর্যটি  
সেই জলে আগুন জ্বালে
জল আর আগুনে ছেলেটা  অর্ধামৃত
তবুও মিলনের স্বাদে  অন্তরালে রেখে যায়
সুগন্ধি বিষাদ সুর...