কোন পেয়ালায় দিলে জীবনের সমান চুমুক তুমি
দ্বিধায় দরোজা খোলেনি  বলেই গেঁথে গেলে কালো ফ্রেমে
সেবাধর্মের প্রেমগীতি গেয়ে কাঁদালে জন্মভূমি
তখন তুমি মেতেছিলে জন সেবার প্রেমে।


গেয়েছিলে তুমি ভরাট কন্ঠে দুঃখী মানুষের গান
প্রেম যাপনে নিজেই উজাড়  নিঃশব্দে গরীবের মেয়ে
কালপূর্নিয়া কালের সৃষ্টি ইতিহাস অফুরান
তোমার বিদায়ে গাছ নদী ফুল অশ্রুতে ওঠে নেয়ে


বাড়ি যাব বাড়ি বলে চলে গেলে কবি সূদুরের পাখি
শোকের আঙিনা লোকের চোখের জলে সমুদ্দুর
বলো না কীভাবে নিথর মানুষ ভালবাসা দিয়ে রাখি
আত্মার তারে থেকে থেকে বাজে অচেনা বিষাদ সুর


প্রিয়জন দূরে সরে গেলে বাড়ে কত ব্যথা পরিতাপ
আজও তুমি সেবিকা আছো দাদার  অন্তরে করো পরিমাপ।