ফল, ফুল;চোখের আড়ালে
নিজেকে দ্বিতীয় করছে।
থমথম বর্ষা প্রহর;জল খেলে

হাওয়ায়:দুপুর আলোর রঙ
বিকেল- শূন্যতায় মগ্ন
ঘেরা চতুর্দিক;তবু...  


একটু করে শব্দ হল না;
ভাবতে ভাবতে একটা জীবন চলে যায়  


মূক শাসন অদৃশ্য ইশারা  
এত পরিনতি ;  গোপন ঘরে ফিরে আসি
থমথম অনুপস্থিতি:ভয়
সারা ঘর জুড়েঃ মুখ আবরণ
ধীর আনন্দ; শূন্য  বাক্য


ঘরের জানালায় আড়ম্বর অনুপস্থিত!