এসো
ঝরা বিকেল ভাঙা  সন্ধ্যা
উদাসীন  বাতাস শরীর  মেলে ধরা চোখের  প্রান্তর
সদ্য চাঁদ রাত পোড়ে।


দমকা  হাওয়ায় উঠোন  থেকে
তোমার ঘরে  মৃদু পায়ে
আমার চোখে -মুখে সুগন্ধি  ঘ্রাণ
আজ পুরোপুরি  দু'চোখ জুড়ে
তোমাকে দেখবো  বলে
থমকে  দাঁড়াই বিছানার পাশে


মৃদু জোছনায়  শরীর  পুড়ে যায়
নৈঃশব্দ্যে  তোমার হাতদুটো  ব্যস্ত  
তখনও  দাঁড়িয়ে  দুরন্ত  অনুভবে


অন্ধকার  নামে সারা ঘরে
মুহূর্তে  হারিয়ে যাই সন্ধ্যাকাশে
বিছানার  পরে।