তুমি বিরক্ত হলেই ভালো
যখন আমায় ভুলে থাকবে
আমি তখন লিখতে পারি
অভিমানী কবিতা...


তুমি বিরক্ত হলেই  ভালো
আমাকে যাও ভুলে
তুমি তোমার মতো করে
আমাকে যাও ভুলে—
তুমি বিরক্ত হও আরও


তুমি বিরক্ত হলেই বুঝতে পারি
তুমি কতখানি আমায় ভালোবাসো
সে সব কথা জমতে থাকে
হাজার স্মৃতির মাঝে


তবু্ও  আমি লিখতে পারি
তোমার - আমার  অনুভূতির কাব্য।