কতগুলো রাত্রি। খোলা আকাশ
ঘাস বিছানার  মাঝখানে
তাকিয়ে তাকিয়ে ভেসে আছি


দূরের বড়ো গাছটার ফাঁকে ফাঁকে
অনন্ত কৃষ্ণলীলার ছবি আঁকা
প্রাচীনকালের শব্দ অলংকারে


অপেক্ষা?  কতটা সময় বলবে?
খরচ?  সে সব  কি হরিলুট?

পুরনো মৌমাছিদের ঘ্রাণ তোমার মনে
তবুও বাদবাকি খরচ কালরাত্রির বিছানায়


ঘুরেও দেখো না তোমার নিজের হাতে
সমস্ত অপব্যয়
শুধু নির্বাক দৃষ্টিতে  থাকি
খোলা আকাশের দিকে ...