১.


দিন,তোমাকে চাই ঘৃণার ঘরে।ভেঙে যাওয়া রোদ্দুরের শব্দে 


প্রতিবার স্নানের ঘরে ভালবাসা প্রসারিত —


তবু দ্বিধা আর সংশয়। অলৌকিক উঠান জুড়ে। 


অন্তরে স্নেহের উষ্ণতা।অথচ  ভয় মিশ্রিত চোখে 


আমি শুধু  অপছন্দের। 


২.


রাত, তোমাকে চাই নকশা কাঁথা। ঘর অন্ধকার করে কোলাজ আঁকি।


জানলা পেরিয়ে জ্যোৎস্না আসে 


ফুরিয়ে যাওয়া স্নেহের শেষে। 


স্নেহ ও ভালবাসার দীর্ঘ পক্ষপাতিত্ব— রহস্য থেকে মেলে।


মুখোশের ভেতর এত ব্যঞ্জনা... 


আমি শুধু  অপছন্দের।