মোচার খোলায় পুতুলের সারি
আসলে জীবনের প্রথম স্নেহ
এসেছিল আলোর গলি পথে..


সামনে আঁধারের আলিঙ্গন
মন্ত্র ধ্বনির ফাঁকে ফিরে যেতে হলো
শ্বাস বায়ূকে দূরে রক্ত রথে।


স্বপ্নগুলো নেড়েচেড়ে রেখে দিলো মন
কিশলয়ের অস্পষ্ট কচি কথায়
আবার বাতাসে গুঞ্জন....


থেমে গেল অপত্যের সহানুভূতি
রসনার তৃপ্তির ঝড়ে
এখন অঙ্কুরিত স্নেহের  নিরঞ্জন।


খোলা ছেড়ে বাইরে এলো ফুল
নিজের কাছে নিজের প্রশ্ন রেখে
আদরে সেদিনটা ছিল জমকালো


শুধু  মিথ্যে ঝড়ের  কম্পনে
অশ্রুরা কালো দাগ এঁকে ঘাতকে
অপত্য স্নেহ  হত্যার যাতনা জাগালো।