একবুক ইচ্ছে নিয়ে সকাল, দুপুর  ও রাত
চলে যায় তোমার বাড়ি
আর মনে মনে ভাবি এই বুঝি অফুরান স্নেহ একান্তে
অতীতের না পাওয়ার সুখের আবছা প্রতিধ্বনির সুর বেজে ওঠে
শুধু আমার হৃদয়ে
আর ভাবি এই সুখ কপালে আছে তো!
বলতে বলতে শরীর  স্নেহের হাওয়ায়
রাঙা হয়ে উঠে মন
যেখানে মায়ের আঁচল বেছানো উঠানে
চাঁদ হেসে লুটোপুটি খায়
চাঁদের কাছে কত আর্জি  নিয়ে বলি,
শুধু একটু স্নেহের  অপেক্ষায়  
অন্ধকার থেকে তোমার আলোয় এসে দাঁড়িয়েছি।