খিদের হাত বাড়িয়ে আমি অনন্য আকাশ দেখতে পেলাম
কিছুক্ষণ তাকিয়ে আমি মজার হাসি হেসে
মুহূর্তে ঘুমিয়ে পড়ে ছিলাম
আসলে আকাশ আর আমার দুরত্ব অনেকটা-
আলোকবর্ষ


আমার চেরা চেরা হাতে সভ্যতার খিদে লেগে
তবুও চলেছে গণ বেগ
দিন ক্রমশ কালো হয়ে আসে
প্রতিটি চোখে অন্ধকার জলপ্রপাত
আবারও আকুলতায়  দুহাত  ভরে
অসাধারণ ঘুঘুদের বিচরণ


বুকের ভেতর চিরস্থায়ী খিদে
এই সভ্যতার মাঝে
চোখে বৃষ্টির সাদা জল ঝরে।