মুখোশের  মধ্যে  মুখ কতগুলো  শরীরে  ঢাকা
পরস্পরের  দোষারোপ  বুড়ো আঙুলে
শান্তশিষ্ট  ল্যাজবিশিষ্ট পশুরাজ সেজে
হুঙ্কার , গর্জন  অভিনয়ে অনবদ্য


কতগুলো  বাঁকা রাস্তায় হাঁটায়
বিমুঢ় জনগণ আড়ালে ঢাকে  


সময় বোঝে ছক্কা মারে বিশেষ  আদর্শে
কথার সঙ্গে  কাজের অমিল  মাত্রাছাড়া  স্রোতে


আস্তে আস্তে সরে যাবে
পায়ের তোলার  মাটি।


সৎ  -অসতের  ফাঁকে
বিচার ব্যবস্থায়
ঝাঁঝালো কণ্ঠে-  
গদির মূল্যে  


জনগণকে বোকার মন্ত্র শেখায়।