প্রতিটি পুজোর সন্ধ্যায়  আয়োজন জমে উঠে
বিভিন্ন বাদ্য সমারোহে বামুনের গতি কোলাজ
বেজে ওঠে  শব্দ কথা
মানুষের ঢল নামে ধুপ- ধোনা গাঁথায়
সুগন্ধি স্তুপের ইমেজ কুয়াশায় ছেয়ে
আশ আকাঙ্ক্ষার চোখগুলো
নিমেষেই একবিন্দু শান্তির আশ্রয়ে
সময় ঢেকে  যায় নৈবদ্য সাজে


আরতির কয়েকটি প্রহরে...