আজ এমন ঘনঘোর  বর্ষায়
বসে আছি একা একাআশায়
সেকথা শুনবে যে কেউ নেই আর
নিভৃত নির্জনে যেন চারিধার।


কাঁচের গায়ে আজ বৃষ্টি ফোটা
জলছবি  যেন  আঁকা গোটা গোটা
জমানো অনেক গল্প  নিয়ে আজ
বসে দেখি বৃষ্টিতে কত তোমার সাজ।


ঝিরঝিরে বাতাসের স্পর্শে যে হাসো
ছিঁটকে পড়া সেই কৃষ্ণচূড়ার রঙে মেশো
রাঙিয়ে নেওয়া কিছু মূহুর্তে কথা
ছুঁয়ে দিয়ে গেলে আজ পেলাম বৃষ্টির ব্যথা।


সেই সাথে  দিয়ে গেলে  চেনা কত মায়া
আজ শুধু  দিগন্ত জুড়ে  খুঁজি সেই ছায়া।