নেতাজি দেখতে দেখতে
আরও একটা জন্মদিনের প্রভাত ফেরিতে,
তবুও তোমার অন্তর্ধানের
রহস্য ভেদ আজও হলো না!
আজও প্রতিটি ভারতবাসী
মহা ঔৎসুক্যে জানতে চায়
প্রকৃত সত্যটা কি!
হয়তো ডাল মে কুছ কালা হ্যায়,
তাই কি রাখ ঢাক!?
শুনে রেখো নেতাজি
তোমার স্বপ্নের ভারত আজ
অধঃপতির চূড়ান্ত শিখরে!
শিক্ষিত বেকাররা চাকরির জন্য
হন্যে হয়ে অফিসের দরজায় দরজায়!
প্রতিটি মানুষের অন্ন বস্ত্র বাসস্থান
আজ অলীক স্বপ্ন!
আজকের রাজনীতি ধোঁকাবাজি
ঘুষ তোলাবাজি অন্যায় অসত্য
স্বজন পোষণ কাটমানি
মিথ্যে প্রতিশ্রুতির ফুলঝুরিতে ক্লেদাক্ত!
তোমার স্বপ্নের ভারতবর্ষে
ধর্মকে শিখন্ডী করে
সাম্প্রদায়িকতার বিষবাষ্পে
প্রায়শই রক্তাক্ত!
বড় বেশি মনে পড়ছে
তাই জাতীয় মহাসংকটের
এই চরম মুহূর্তে!
যখন মানবিকতা বিবেক আজ
প্রতিমুহূর্তে পদদলিত হচ্ছে
ছন্নছাড়া ভারতের রাস্তাঘাটে
অলিতে গলিতে সর্বত্র!
আরো একবার দিল্লি চলো ন্যায়
উদাত্ত আহ্বানে আসমুদ্র হিমাচল
উত্তাল হতে চাই
তোমার আদর্শে চিন্তন মননে
উজ্জীবিত হয়ে ধর্মনিরপেক্ষ দুর্নীতিমুক্ত
অখন্ড ভারতের সন্ধানে!