আমার বাঁচাটা অর্থহীন
শৈশব অন্ধকারে থেকে
কৈশোর ও যৌবন ভাসতে ভাসতে
একটা ক্ষীণ আলোর কাছে এলে
আমি সেই আলোয় আলোকিত হতে হতে
আবারও অন্ধকারে নেমে আসি
যে অন্ধকারে আমার অতীত
এখনো শুয়ে আছে
সেখানে আবার ফিরে যাচ্ছি
অর্থহীন জীবনের পথে।