মৃত্যুতে শিউরে ওঠে
রোজ রোজ আশাবাদী সকাল
সূর্যের ধারক মলিনতায়
দুপুর ভাঙে কঠিন গভীরতায়


ধর্ষণ, উচ্ছেদ, ভাঙচুর অবাধ মিশ্র আচরণ
তার মাঝে পুলিশের মহান নির্যাতন নিষ্ঠুরতা
কিংবা গড়পড়তা  মহান নেতাদের আস্ফালন


বিকলাঙ্গ বিকেল
সূর্যের ক্লান্ত ছায়ার নিচে স্বয়ং  
অগাধ খিদের বাক্য সৌজন্য সাক্ষাৎ
পোড়া সন্ধ্যার আগমনে


এক একটা রাত
ক্রমশ ঝলসে ওঠে
দালাল, মাফিয়াদের নীল চোখে
বাস্তব শাসকের শোষনের আলো


বিক্ষোভ প্রতিবাদ মুখোমুখি মানুষ
প্রার্থনা শুরু সকালের  


এক ঝলক কুয়াশার আকর
বিস্তৃত আশাবাদী সকাল।