কত সহজে মুখের ভাষা অদলবদল করো
কত সহজে নিরাশায় ডুবিয়ে দাও
সকালের নতুন সূর্য  তোমার গায়ে লাগলে
তুমি আবেগী হয়ে ওঠ
তোমার মনে তখন আমার কল্পনা
কত স্বপ্ন নিয়ে বেঁচে থাকা যায়
তা লিখে ফেলো ডায়েরির পাতায়
কিন্তু সূর্যটা ডুবতেই  —
মনের মধ্যে জেগে ওঠে
অন্যের প্রতি আনন্দ ও ভালোবাসা


আমি তখন নিজের মধ্যে নিজেকে খুঁজি
প্রশ্ন করি আর নিজের মধ্যে মিশে যাই
কথার মধ্যে অবিশ্বাস, মনের মধ্যে অতৃপ্তি,
সাহসের বদলে ভয়...
এসব কিছুর মধ্যে আমি একা
তবুও  তোমার রক্ত আমার শরীরে
তোমার আত্মজীবনীর পাতায়
আমাকে আশাহীন করো না গো।