জ্যৈষ্ঠ ঘিরে প্রিয় গরম সখা
নীরবতা থেকে ডেকে ওঠে —
গুরু গুরু মেঘ আর বিদ্যুৎ ঝলক
উন্মাদ আষাঢ় বালক পথে ভাসছে
কেননা— প্রেমিকা অনুগত
পথ পাতায় সহনশীল সঙ্গম
আহা! সুখ ছুঁয়ে যায় 
জলরঙের শাড়ির ভেতর কি উদ্দাম
শান্তির প্রশস্তি 
উদ্দাম রতি বিহার আরও রাত 
সমূহ রাতে আষাঢ় বালক শুয়ে 
তার থেকে উত্তেজনায় ছড়িয়ে পড়ে 
এক একটা জলরেখার অক্ষর 


যেভাবে কবিরা বর্ষামঙ্গল রচনা করেন।