আমি একা একা হেঁটে চলেছি 
মরা বিকেলের পথ ধরে 
গোধূলি সূর্য মেঘে ঢাকা পড়তেই
সন্ধ্যার ভাঁজে ভাঁজে 
পাখিরা সংসার নিয়ে বাসায় ফিরে 
তখনও আমি হেঁটে চলেছি 
সন্ধ্যার জ্যোৎস্না ঘেরা আল দিয়ে...


কেন হেঁটে চলেছি?  কার খোঁজে চলেছি?
সে কথা রাত জিজ্ঞেস করে! 
অথচ হেঁটে চলেছি সম্পর্কের পথে
শেষ আশ্রয়ের খোঁজে 


যেখানে রাত শেষ হলে 
পূর্ণ স্নেহ ভরে বুক তুলে নেয় বাবা।