মন খারাপের প্রধান অসুখ নিয়ে
গ্রামে গ্রামে ঘোরে লক্ষ লক্ষ মানুষ
কিছু সময় হলো খুঁজে চলি—বর্ষা এসেছে
প্রত্যক্ষ ভাবে হাঁটতে হাঁটতে পেরিয়ে এলাম  —সব জল থইথই... সামনে নদী
মেঘলা  আকাশ অন্ধকারে অগাধ কান্নার সুর
ভেজা বাঁধের পরে
ক্লান্ত আমি অগাধ ঠিকানাহীন পথে
অবাধে চুরি হয় যায় মাটি
সে ভাবে  ভেঙে যায় সময়ে লক্ষ মানুষের শরীর
উৎস খুঁজি একলা পথে পথে
ভাব জ্যোৎস্নায় প্রশ্ন ঘুরে ফিরে
এমনই ভেসে যাওয়া গল্প কথায়


অস্থিরতার বর্ষা...