মনের মধ্যে  ভীষণ অসুখ
একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে শরীর
ক্রমশ ভয়ের
দিন রাত অবৈধ জীবন
ঘরে বাইরে  মানুষের চোখে পড়ে
তবুও লোকলাজ পেছনে রেখে
নিজেকে সাহসী ভাবো।


একটু একটু করে আরও অসুখ বাড়তে থাকে
দ্বিত্ব ব্যঞ্জনে
আমাকে দেখতে এলে দিনের আলোয়
একবুক হতাশায় কেঁদে উঠলো তোমার বিকেল
স্নেহের হাত রাখলে কবিতার খাতায়
সাথে সাথে সমস্ত অক্ষরগুলো
বেঁচে ওঠে