সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
সারাদিন ধরে উজবুকের মতো জানালার পাশে বসে
সংসারের কাহিনি ভাবি
তবুও কেন যেন সংসার থেকে আমি দূরে


সকালের প্রথম সূর্য ওঠা থেকে  অস্ত যাওয়া পর্যন্ত তাকিয়ে আকাশের দিকে
ভেবে যাই  সংসারে ফুরিয়েছি আমি


কারণ আমার ইচ্ছেগুলো যখন  খসে যায়
তখন একটা আত্মহত্যার স্বপ্ন দেখি
কেননা আমি স্বার্থপর নই বলে


হঠাৎ পরিস্কার আকাশে অন্ধকার নামে
শুধু এই সংসার নিয়েছে শুধু
দেয়নি আমায় নতুন স্বপ্ন


ভাবছি বসে জানালার পাশে
আকাশটা কিছু বলে যায়
হয়তো আমার মতো সংসারে তার একই হাল  
আমার মতো চিনিয়ে দিচ্ছে


আকাশের  তারা


আমি ও আকাশ এখনো
আত্মহত্যার স্বপ্ন দেখি...