মনের নিজস্ব একটা দরজা আছে
যেখানে প্রতিদিন ভীড় করে—
সুখ-দুঃখ, হাসি-কান্না আর বিশ্বাস - অবিশ্বাস
অথচ মনের বারান্দায় বসে থাকে সত্য - মিথ্যা
কখনো  ভাঙা গোড়ার  গল্প হয়ে ওঠে
নিজেকে নিজের মধ্যে না রেখে
অন্যের কাছে বিক্রি হয়ে যাওয়া যেন বনবাস


এইমাত্র মনে পরিবর্তন এলে
আনন্দ আকাশে একফসলা হাসি
আর সকল অতীত মিশে যায়


আবার কখনও মনের ভেতর
সংশয়, সংকীর্ণতার অতিথি এলে
আত্মজীবনী বদলে যায়
মনের ঘরে...