স্বভাবসিদ্ধ ভঙ্গিতে যেই বন্ধুকে বুকে জড়িয়ে ধরবে
তখন তোমার ঠিক  আমার কথাই মনে পড়বে।
আমার শরীরের স্নেহ   এবং নিছক ঠোঁটের  স্পর্শ—
আমার কথার টুকরো টুকরো অনুষঙ্গ,
তোমার হাতের নরম আঙুলগুলো আমার  শরীরে  খেলা করবে।


এসব কথা তোমার দেওয়া শর্ত  বলা একদমই নয়
যখন তুমি আমায় নিয়ে ভেবেছিলে
তখন থেকেই আমার মন, হৃদয়  
নিজ শরীরে বাতাসের রোমন্থন  
যেন  তোমার প্রিয় বন্ধুর সাথে সারারাত গল্প করলেও...


পাপের মতো এসব কথা বলে যাওয়া
তোমার - আমার সম্পর্কের গতি
যেন চক্রাকারে  ঘুরতে থাকে
প্রশ্ন  জাগে।মুহূর্তেও
তবুও তুমি আমাকে ভালবাসবে!
যখন তুমি বন্ধুর সাথে কলহাস্যে মেতে থাকবে
ঠিক তখনই  আমার কথা মনে পড়বে...