তোমাকে কেউ রোজ রোজ  ব্যবহার করছে জেনেও
তুমি চুপিচুপি ব্যবহৃত হও
এক আকাশ নক্ষত্রের কাছে


কেউ তোমার শরীর থেকে খুঁটে খুঁটে নেয়
বর্তমান ও ভবিষ্যৎ
তুমি সহজ সরল উদার মনে
প্রতিদিনমিথ্যে  নাটকের অভিনয়ে মুগ্ধ হও
কখনো সময়ে ও অসময়ে
তুমি ব্যবহার হতে হতে
বয়সের  শেষ সীমায় পৌঁছাও


মৃত্যুর দিকে ঠেলে দিয়ে কেউ
আনন্দের হাসি হেসে যায়
তুমি চুপচাপ চেয়ে দ্যাখো
অথচ তুমি মুক্তি চাইলেও
তোমার সারাজীবনের পারিশ্রমিক
কেউ যেন বিনা বাধায় ভোগ করে
তুমি সময়ের পাল্লায় নিজেকে মাপলে
তারপর জীবনের শেষ অংশে এসে
ফের আশ্রয় খোঁজ
যেখানে দু'দণ্ড শান্তির ছায়ায়
বাকি জীবন ব্যবহৃত না হয়ে
কিছুটা সময় কাটিয়ে দাও।