কবিতার  সহজ  সরলরেখায় হেঁটে যাওয়া
এক বিশ্বাস বোধ সততার পথে পথে
কবিতার ভগীরথ  বাজাও শঙ্খ
তোমারই অক্ষরের মুদ্রাগুলি—
সমুদ্রের  নুড়ি, জাদুঘর।


দীর্ঘ এসময় ছিন্নভিন্ন  হৃদয়ে অক্ষর সকাল
নিঃশব্দে অর্থবতা সীমাহীন দিশায়
কবিতায় নতুন নতুন  অক্ষর ঘিরে
উত্তর- দক্ষিণ, পূর্ব- পশ্চিমে -
মুখরিত কোলাহল
তবুও  আমি,তুমি ও সে জেগে উঠি
প্রতিটি মানুষের কবিতার ভেতর
বাজাও শঙ্খ।